রাহনুমা খান-কোয়েল
তুমি স্থির, তুমি চঞ্চল;
কখনও সকল তাণ্ডবের মাঝেও অটল;
আবার কখনও যুদ্ধে বিধ্বস্ত ডানা ভাঙা পাখি;
কখনওবা বিজয়ী তিরন্দাজ।।
তুমি দুই বেণী কিশোরী, তুমি কবিতা, প্রেমের গল্পের নায়িকা;
তুমি মিছিল, তুমি শ্লোগান, তুমি মঞ্চে প্রদর্শিত প্রতিবাদী কণ্ঠ;
তুমি হানাদারের সম্মুখে নির্ভয় দৃষ্টি;
তুমি অপেক্ষা, তুমি বিরহ।।
তুমি আপনজনের স্মৃতি নিয়ে বেঁচে থাকা এক জাতিস্মর,
তুমি লোভ-কাপুরুষতার প্রতাপে নিশ্চুপ অনশন,
তুমি সন্তান হারা বাঘিনী,
তুমি মাথা নত না করা এক অপরাজিত সৈনিক।।
তুমি মায়া, তুমি সংসার;
তুমি বৈধব্য, তুমিই সকল স্বপ্নের আধার;
তুমি যুক্তি, তুমি তর্ক;
তুমি প্রেরণা বাঁচতে শেখার।।
তুমি মা, তুমি সবুজের মাঝে লাল বিজয় পতাকা,
তুমি মা, তুমিই মুক্তিযুদ্ধ, তুমিই স্বাধীনতা।।
- শহীদ বুদ্ধিজীবি মুনীর চৌধুরীর সদ্য প্রয়াত সহধর্মিনী লিলি চৌধুরীর প্রতি নিবেদিত।
মন্তব্য