kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

জগৎ পরস্পর

রেজা সেলিম   

২০ ফেব্রুয়ারি, ২০২১ ১৭:০১ | পড়া যাবে ১ মিনিটেজগৎ পরস্পর

অঙ্কন : মাসুম

যিনি জ্ঞাত তিনি সম্যকই অবগত, তিনি সমাহিত
তিনি ভারাক্রান্ত জগতের অপার বিস্ময়ে দিকভ্রম, অবোধ কুঞ্জগ্রাহী
তাল-লয়হীন বেসুরো বাজান নিসর্গ বাণের গান;
কিন্তু তার মনে নেই কে কখন তাকে কোন দূর্বাঘাসে
ফেলে রেখে গেছে সমাহিত।

আমিও ভাবি, কে করলে এমন দুঃসহ ক্রমচালনা
যিনি চলেন আমার সাথে আমার খোয়াবে;
কিন্তু তার মনে নেই কখন কোন খেয়ালে
কোথায় গেলেন তিনি!

এখন যিনি ভাবেন আমিই বনের রাজা, আমিই শ্রেষ্ঠ
তিনি তো অধম মানুষের দলে, যারা মৃত্যু দেখে নাই মরণের আগে
তারা ভাবে স্বপ্ন এমন এক প্রদীপের নাম যা কি না
আমাকে কেবলই দরিদ্র করে, আহা রে, বুঝে নাই,
তাই মনে নাই কখন কোথায় নিষ্ক্রান্ত সব স্বপ্নযোগের বাঁধন।

দেখে দেখে অবলোকনের ছায়ায় এসে পড়েছে একটি বিভ্রান্ত মাছি।  
পোড়া দেহে নাই একবিন্দু সারথি সাম্যের দেখা।

বিজ্ঞাপন


দূরের প্রজাপত্য নির্মোহ সিঁদুরে দিয়েছে ঢেকে আমার আকাশ;

কিন্তু কিছুই মনে নাই কখন কে ঘটালো এমন নিয়ম,
যে নিয়মে আর দেখা নাই, যে নিয়মে আর ফিরে আসা নাই।সাতদিনের সেরা