ভাবছি একটা মুখোশের দোকান দিব।
বিক্রি বাট্টা ভালই হবে আশা করি।
আজকাল মুখোশের বেশ চাহিদা;
সবারই বেশ কয়েকখানা দরকার হয়।
শহর কিংবা গ্রাম, বস্তি অথবা প্রাসাদ-
সব জায়গায় ব্যাপক চাহিদা মুখোশের।
ক্রমাগত এর জনপ্রিয়তা বেড়েই চলেছে।
আর থাকবেই না বা কেন? খুবই কার্যকরী কিনা!
ভীড়ের মাঝে তো বটেই;
এমনকি একান্তেও মুখোশ অতি আবশ্যক।
যার যত মুখোশ, সে তত নিরাপদ, সে তত আকর্ষণীয়;
মুখোশই পরিচয়, মুখোশই উপলব্ধি।
কোনক্রমে মুখোশ খুলে গেলে-
দৃশ্যমান বিভৎস চেহারায় বিবমিষা জাগায়।
মুখোশের আড়ালে বিস্মৃত স্বরূপ প্রকাশিত হয়;
শুরু হয় নিজেকে অস্বীকারের যুদ্ধ।
যুদ্ধ জয়ে প্রয়োজন হয় নুতন মুখোশ,
খুবই বাস্তববাদী ও বিশ্বাসযোগ্য সে মুখোশ।
কিছুটা পরিমার্জিত, পরিবর্তিত ও যুগোপযোগী;
বেশ চড়া দামে বিক্রী হয় সে সব।
নাহ! মুখোশের দোকানটা দিয়েই দেব।
ব্যবসায় লাভ হবার সম্ভাবনা শতকরা একশ ভাগ।
সেই সাথে নিজেরও মুখোশের অভাব হবেনা,
বাজারের চাহিদা বুঝে পরে নিলেই তো হলো!
মন্তব্য