kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

মনভূমি

রাহনুমা খান-কোয়েল   

২৫ অক্টোবর, ২০২০ ১৮:১২ | পড়া যাবে ১ মিনিটেমনভূমি

মনভূমিতে কতগুলো বীজ বুনেছিলাম-
কতগুলো স্বপ্নের বীজ; আশার বীজ; সাফল্যের বীজ,
সাথে কিছু সাম্যের বীজও ছিল।
একদিন শান্তির ফসল ঘরে তুলবো, সেই আশায়।

তারপর অনেক দিন কেটে গেল-
ইঁদুর দৌড়ে প্রজাবতী মন শ্রদ্ধার জলের স্থলে ঢেলে গেছে ঈর্ষার বিষ।
নির্মল সূযকিরণ না দিয়ে, দিয়েছে অবজ্ঞা অসম্মানের নিড়ানী।
আপসকামী নতজানু মন কেবলই ছড়িয়েছে অপ্রীতির নির্যাস;
বিদ্বেষ পরশ্রীকাতরতায় শেকড় ছুঁয়েছে গভীর ভূতল।

এমনি করে মনভূমির বীজতলা থেকে মাটি ফুঁড়ে বেরোয় চারাগাছ-
এখন তারা এক একটি বিষবৃক্ষ।
সম্প্রীতির সুমিষ্ট ফল আর ঘরে উঠেনি;
মনভূমি এখন কেবলই বিদ্বেষ বৈরিতার জঙ্গল!

মন্তব্যসাতদিনের সেরা