kalerkantho

বৃহস্পতিবার । ২৫ আষাঢ় ১৪২৭। ৯ জুলাই ২০২০। ১৭ জিলকদ ১৪৪১

অণুকাব্য

ভাল্লাগে না জটিলতার ক্যাচানি

ফাতেমা আক্তার সিক্তু    

৯ নভেম্বর, ২০১৯ ১৯:৫৩ | পড়া যাবে ১ মিনিটেভাল্লাগে না জটিলতার ক্যাচানি

ছবি : কালের কণ্ঠ

      (১)

কাকের বাসায় কোন কোকিলা

পাড়লো ডিম?

খুঁজতে গিয়ে কাকের মাথা

কা-ঝিমঝিম!


      (২)

কানা বগি ভীষণ ক্ষ্যাপা 

নালিশে,

ঘুমায় না আর বগা তারই

বালিশে! 


      (৩)

কাকতাড়ুয়ার প্রেমে পড়ে

শেয়ালী,

শেয়াল মামার সাথে করে

হেঁয়ালি!


   (৪)

প্যাঁচা কাঁদে, 

ছেড়ে গেছে -

প্যাঁচানি,

ভাল্লাগে না

জটিলতার

ক্যাচানি!


        (৫)

শাপলা-শালুক দুই সহোদর

ফুটে থাকে পানিতে,

সরিষা কয়, বুঝতে ঠ্যালা

পড়লে আমার ঘানিতে।

মন্তব্যসাতদিনের সেরা