শিশিরভেজা ধানক্ষেতের এই ছবি তোলা হয়েছে রংপুর নগরীর সাহেবগঞ্জ এলাকা থেকে। ছবি : আদর রহমান
হেমন্তের এই শেষ বিকেলে
শীত বাবুজি আসল বলে!
ভোরবেলাতে উঠেই দেখি
শীত বাবুজির কাণ্ড সেকি!
সূর্য মামা তোমায় খুঁজি
তোমার আলোয় মুখটি বুঁজি
যখন আমি যাচ্ছি স্নানে
কী ভয়টা পাচ্ছি মনে!
দাত কাঁপছে, হাত কাঁপছে
তাই দেখে খুকি হাসছে।
বিকেল বেলায় তোমার ছায়ায়
পড়ছি আমি বিভোর মায়ায়।
এখন আমি শুধু ভাবছি
তোমায় নিয়ে, শীত বাবুজি!
মন্তব্য