kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

দহন

সোয়াইব হোসেন   

২৬ অক্টোবর, ২০১৯ ২১:৪০ | পড়া যাবে ১ মিনিটেদহন

তুমি খণ্ডিত হও চৈত্রের মাটির মত,
পুড়তে থাকো গনগনে রোদে। 
না ছাই, না কয়লা কিংবা ধোঁয়া,
দহনের চিহ্নহীন যন্ত্রণায়
পুড়ে খাক হোক আজন্ম হাহাকার।
আগুন বাতাসে ফোস্কা মুখে
গলিত লাভা কোলে নিয়ো,
সহ্যক্ষমতার ষোলকলা পূর্ণ।

গ্রিক মিথের ফিনিক্স না তুমি,
তুমি বিচূর্ণ হও বিক্ষোভে
চিরতরে।

মন্তব্যসাতদিনের সেরা