kalerkantho

বুধবার। ১৯ জুন ২০১৯। ৫ আষাঢ় ১৪২৬। ১৫ শাওয়াল ১৪৪০

প্রথমবার গানের মডেল

রংবেরং প্রতিবেদক   

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রথমবার গানের মডেল

চলচ্চিত্রে তিন দশকের ক্যারিয়ার অমিত হাসানের। দুই দশক পার করেছেন নায়করূপে। ২০১০ সাল থেকে তিনি নিয়মিত খলনায়ক। মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রও করেছেন। এবার প্রথমবারের মতো কোনো গানের ভিডিওতে মডেল হতে যাচ্ছেন। ‘লুট হয়েছি’ শিরোনামের গানটি লিখেছেন নীহার আহমেদ, সুর করেছেন নাজির মাহমুদ। ভিডিও পরিচালনা করছেন শাহীন খান। ঢাকার বিভিন্ন লোকেশনে আজ শুটিং হবে মিউজিক ভিডিওটির। অমিত হাসান শুটিং করবেন কাল থেকে।

অমিত বলেন, ‘ভিডিওটির গল্প আমার কাছে দারুণ লেগেছে। গানের পাশাপাশি একটা মেসেজ দেওয়ার জন্য ভিডিওটি তৈরি হচ্ছে। ভাবলাম, আগে কখনো এমন কাজ করিনি। এবার একটা নতুন কিছু হোক। শুনেছি, এই ঈদেই গানটি প্রকাশ পাবে।’

‘লুট হয়েছি’ গেয়েছেন আসিফ আকবর ও কোনাল। অমিত হাসানের সঙ্গে ভিডিওতে আরো থাকবেন আসিফ আকবর ও সামিয়া হক।

মন্তব্যসাতদিনের সেরা