kalerkantho

সোমবার । ২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬। ২০ শাওয়াল ১৪৪০

বলিউডে আসছেন?

রংবেরং ডেস্ক   

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবলিউডে আসছেন?

জেনিফার অ্যানিস্টন

বলিউডের নাচাগানা ছবিতে অভিনয় করতে চান জেনিফার অ্যানিস্টন। ‘গ্লোব’ ম্যাগাজিনকে এ কথা বলেছেন অভিনেত্রী। তাঁর কাছে নাকি বেশ কয়েকটি প্রস্তাবও আছে, জানিয়েছেন তাঁর ম্যানেজার। ম্যানেজার আরো জানান, চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে খুবই সতর্ক অ্যানিস্টন। কারণ ‘বাসমতি ব্লুজ’। দুই বছর আগে ভারতে শুটিং হওয়া ছবিটিতে ব্রি লারসন বেশ কয়েকটি নাচ-গানের দৃশ্য করেছিলেন, কিন্তু ছবিটি ডাহা ফ্লপ হয়। তাঁর ক্ষেত্রে যাতে এমন না হয় তাই সাবধানে পা ফেলছেন অ্যানিস্টন। বলিউড ছবিতে আগ্রহী হওয়ার কারণও জানালেন তিনি, ‘সিরিয়াস ছবির ক্লান্তি কাটাতে নাচে-গানে ভরপুর ছবির জুড়ি নেই।’ অভিনেত্রীর সব শেষ ছবি ‘মার্ডার মিস্ট্রি’। এই অ্যাকশন-কমেডিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১৪ জুন।

মন্তব্য