kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

বাচ্চা দীপিকা ও একটি প্রশ্ন

২৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাচ্চা দীপিকা ও একটি প্রশ্ন

এবার কান উৎসবে এই সবুজ পোশাকেই হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ঘটনা সেটা নিয়ে নয়। ব্যাপার হলো, অভিনেত্রীর স্বামী রণবীর সিং ছবিটিতে বেবি ফিল্টার ব্যবহার করে দীপিকার মুখে শিশুর অবয়ব দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ব্যস, মুহূর্তেই ভাইরাল ছবি। এখন পর্যন্ত প্রায় ২১ লাখ লাইক পেয়েছে ছবিটি! তবে অনেকের মনেই ছবিটি নিয়ে কৌতূহল। দীপিকার চেহারা শিশুদের মতো করে দেওয়ায় কেউ কেউ মনে করছে, তিনি মা হতে চলেছেন। অনেকে আগ বাড়িয়ে বলেছে, তিনি কন্যাসন্তানের মা হতে চলেছেন। এ নিয়ে ছবির নিচে হাজারো মন্তব্য পড়লেও রণবীর কোনো পাল্টা মন্তব্য করেননি।

মন্তব্যসাতদিনের সেরা