kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

নোলানের নতুন ছবি আছেন ডিম্পলও

রংবেরং ডেস্ক   

২৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন ছবির ঘোষণা দিয়েছেন ক্রিস্টফার নোলান। ‘টেনেট’ নামের ছবিতে অ্যারন টেইলর জনসন, কেনেথ ব্রানা, ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন, মাইকেল কেইন, ক্লিমস পোয়েজি, এলিজাবেথ ডেবিকির সঙ্গে আছেন বলিউড অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াও। ডিম্পলকে সবশেষ ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘ওয়েলকাম ব্যাক’ ছবিতে দেখা গিয়েছিল। তবে বলিউড অভিনেত্রী ঠিক কোন চরিত্র করবেন, সেটা জানা যায়নি। বিখ্যাত ব্রিটিশ পরিচালকের ছবিতে ডিম্পলের অভিনয়ের খবর চাউর হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনিল কাপুরসহ অন্য বলিউড সহকর্মীরা। ২২ মে এক বিবৃতিতে ‘ওয়ার্নার ব্রস’ জানায়, ‘টেনেট’ হবে অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি। আন্তর্জাতিক এক গুপ্ত চক্রকে নিয়ে ছবির গল্প লিখেছেন নোলান নিজেই। এরই মধ্যে শুরু হয়েছে ছবির শুটিং। এটি মুক্তি পাবে ২০২০ সালের ১৭ জুলাই।

মন্তব্যসাতদিনের সেরা