kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

বাঘ আইলো

রংবেরং প্রতিবেদক   

২৪ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাঘ আইলো

৩০ মে পর্দা উঠবে ক্রিকেট বিশ্বকাপের। বাংলাদেশ দলকে উৎসাহ দিতে একের পর এক তৈরি হচ্ছে ক্রিকেট নিয়ে গান। এবার এই তালিকায় নাম লেখালেন মিলাও। তিনি গেয়েছেন ‘বাঘ আইলো’ শিরোনামের একটি গান। এতে মিলার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অদিত রহমান ও র‌্যাপার তৌফিক আহমেদ। অদিতের সুর-সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন ফয়সাল রদ্দি ও রাকিব হাসান রাহুল। ২৮ মে গানটির ভিডিওর শুটিং। নির্মাতা অদিত নিজেই। ১ জুন দ্য ইন্ডাস্ট্রির ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হবে। গানটি সম্পর্কে অদিত বলেন, ‘এবার বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা অনেক। বাংলাদেশকে ঘিরে সবার আবেগ-অনুভূতিটাও একটু বেশি। ক্রিকেটার ও দর্শককে উৎসাহ জানাতেই আমরা গানটি করেছি। গানের কথায় ক্রিকেটীয় আমেজ রয়েছে। সুর-সংগীতায়োজনেও একটা গতি আছে।’

মন্তব্যসাতদিনের সেরা