kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

আরো খবর

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

► প্রথমবারের মতো মারাঠি সিনেমায় অভিনয় করবেন অমিতাভ বচ্চন। ‘এবি এনি সিডি’ নামের ছবিতে নিজের ভূমিকাতেই অভিনয় করবেন তিনি।

► ইমরান খান ও তাঁর স্ত্রী অবন্তিকা আট বছর সংসার করার পর আলাদা হয়ে গেছেন।

► গুজরাটে ‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির বিশেষ প্রিমিয়ার হবে। দুই দফা পেছানোর পর আগামীকাল মুক্তি পাবে ছবিটি।

► প্রভাস, শ্রদ্ধা কাপুর অভিনীত ‘সাহো’তে বিশেষ চরিত্রে দেখা যেতে পারে সালমান খানকে।

► ডিসেম্বরেই জমকালো আয়োজনে বিয়ের পিঁড়িতে বসবেন বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল।

► নিজের প্রতিষ্ঠান থেকে নতুন সুগন্ধি বাজারজাত করার ঘোষণা দিয়েছেন জাস্টিন বিবার।

► ‘দি ডিরেক্টর’কে সিনেমা বলতে নারাজ অভিনেত্রী পপি। অনুরোধ করেছেন ছবিটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের জন্য।

মন্তব্যসাতদিনের সেরা