kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

অবশেষে তাঁদের দেখা

রংবেরং ডেস্ক   

২৩ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅবশেষে তাঁদের দেখা

বাঁ থেকে—ব্রাড পিট, লিওনার্দো ডিকাপ্রিও, কুয়েন্টিন টারান্টিনো ও মার্গট রবি

শুরুতে প্রতিযোগিতা বিভাগে নাম ছিল না। কুয়েন্টিন টারান্টিনোর বহুল আলোচিত ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর কান উৎসবে অংশগ্রহণ নিয়েও শুরু হয়েছিল অনিশ্চয়তা। পরে তড়িঘড়ি করে সম্পাদনা শেষে স্বর্ণপাম প্রতিযোগিতায় ঢুকেছে ছবিটি। ২১ মে রাতে উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছে। এ উপলক্ষে হাজির হয়েছিলেন পরিচালক টারান্টিনো। সঙ্গে অবশ্যই ছিলেন ছবির প্রধান তিন পাত্র-পাত্রী ব্রাড পিট, লিওনার্দো ডিকাপ্রিও ও মার্গট রবি। সে অনুষ্ঠানের মধ্য দিয়েই ব্রাড পিট ও লিওনার্দো ডিকাপ্রিও দীর্ঘদিন পর কোনো প্রকাশ্য অনুষ্ঠানে হাজির হলেন। সেই ২০১৫ সালে ‘দ্য রেভেনান্ট’ মুক্তির পর থেকেই কার্যত উধাও ডিকাপ্রিও। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে বিচ্ছেদের পর থেকে তেমন দেখা যায়নি ব্রাডকেও। তাই স্বাভাবিকভাবেই এদিন উৎসবের সব আলো কেড়ে নিয়েছিলেন দুজন। দুই তারকার সঙ্গে সবার সমান উৎসাহ ছিল ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ নিয়েও। উদ্বোধনী প্রদর্শনীর পর দর্শকরা সাত মিনিট ধরে দাঁড়িয়ে অভিবাদন জানান। তবে নির্মাতা অনুরোধ করেছেন ছবির গল্প ফাঁস না করতে। নির্মাতা হিসেবে এবারের কান টারান্টিনোর জন্য বেশ নস্টালজিক। কারণ ২৫ বছর আগে এই কানেই স্বর্ণপাম জিতেছিল তাঁর ‘পাল্প ফিকশন’।

ছবির প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিকাপ্রিও ও ব্রাড দুজনেই। ডিকাপ্রিও বলেন, ক্যারিয়ারে প্রায় দুই যুগ পার করলেও নিজেকে এখনো তারকা ভাবেন না তিনি। এ জন্যই সেটে প্রথম দিনের মতোই নিজেকে নিংড়ে দেওয়ার প্রেরণা পান। ব্রাড কথা বলেন ছবির আরেক সহকর্মী লুক পেরিকে নিয়ে। কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন এই অভিনেতা।

মন্তব্য