kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

পোশাক পরে অজ্ঞান!

রংবেরং ডেস্ক   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপোশাক পরে অজ্ঞান!

এর আগেও কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন এল ফ্যানিং। তবে এবারের মাহাত্ম্যটা অন্যখানে। এবার তিনি কানের মূল জুরিবোর্ডের সদস্য। উৎসবটির ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ বিচারক। যাত্রাটাও ভালোই হচ্ছিল। অন্যান্য দিনের মতো সোমবার রাতেও অনন্যসুন্দর সজ্জায় আলো ছড়াচ্ছিলেন। লাল, গোলাপি আর নীল ফুলে সাজানো পোশাক পরে যোগ দিয়েছিলেন শোপা ট্রফি ডিনারে। সে আয়োজনের অংশ হিসেবে তখন মঞ্চে উৎসব পরিচালক থিয়েরি ফ্রিমু। মাত্রই অভিনেতা ফ্রাঁসোয়া সিভিলকে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। হঠাৎই থেমে গেলেন। কিছুক্ষণের মধ্যেই কারণটা সবাই জেনে গেল। আচমকাই জ্ঞান হারিয়েছেন এল ফ্যানিং। কাছেই ছিলেন তাঁর বোন অভিনেত্রী ডাকোটা ফ্যানিং ও অভিনেতা কলিন ফার্থ। দুজনই এগিয়ে এলেন সাহায্যে। উঠে এলেন আরেক অভিনেত্রী মারিয়ন কটিয়ারও। বুকে হাত দিয়ে দেখলেন, সব ঠিকঠাক আছে তো? দ্রুতই এগিয়ে এলো নিরাপত্তাকর্মীরা। তাদের সাহায্যে বোনকে নিয়ে দ্রুতই বের হয়ে যান ডাকোটা। পরে জানা গেল, ঘটনা একেবারেই গুরুতর নয়। এল ফ্যানিং নিজেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সবাইকে আশ্বস্ত করেছেন। জানিয়েছেন হঠাৎ জ্ঞান হারানোর কারণও, ‘ওভাবে জ্ঞান হারিয়েছিলাম আসলে ১৯৫০-এর ডিজাইনের প্রাদা প্রম জামাটার জন্য। এখন অবশ্য সব ঠিকঠাক।’ সঙ্গে মজা করে দুটি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন ‘ড্রেস টু টাইট’ ও ‘টাইম অব দ্য মান্থ’ লিখে।

মন্তব্যসাতদিনের সেরা