kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

লেটারম্যানের অতিথি

রংবেরং ডেস্ক   

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেলেটারম্যানের অতিথি

ডেভিড লেটারম্যানের পরিচিতি তাঁর ‘লেট শো’র জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় টিভি টক শো চলেছে টানা তিন যুগেরও বেশি। গত বছর তিনি নতুন একটি অনুষ্ঠান শুরু করেছেন নেটফ্লিক্সের জন্য। নাম ‘মাই নেক্সট গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন’। প্রথম সিজন প্রকাশিতও হয়েছে। এরই মধ্যে দ্বিতীয় সিজনের পর্বগুলোর দৃশ্যধারণের কাজ হয়ে গেছে। প্রকাশ পাবে আসছে ৩১ মে থেকে। তারই একটি পর্বে অতিথি হিসেবে থাকবেন শাহরুখ খান। সম্প্রতি কিং খান নিউ ইয়র্কে গিয়েছিলেন সে অনুষ্ঠানেরই শুটিং করতে। তাঁর সাক্ষাৎকার নিয়ে রীতিমতো মুগ্ধ হয়েছেন লেটারম্যান। শেষে নিজেই বলেছেন, ‘নেটফ্লিক্সের এই অনুষ্ঠানের প্রত্যেক অতিথিই অসাধারণ সব মানুষ। তাঁদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি। আপনি বোধ হয় সে তালিকায় সবার ওপরেই থাকবেন।’ পরে তাঁর অনুষ্ঠানে কিং খানের আসার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন লেটারম্যান নিজেই। লেটারম্যানের সঙ্গে ছবি পোস্ট করেছেন শাহরুখও। স্বভাবসুলভ রসিকতার সুরে লিখেছেন, ‘ব্যাটম্যান ও সুপারম্যানেরও পুরনো তিনি, মিস্টার লেটারম্যান!’ সঙ্গে তাঁর অকুণ্ঠ প্রশংসাও করেছেন, ‘আপনার ব্যবহারে আমি মুগ্ধ। আপনাকে সাক্ষাৎকার দেওয়াটাও উপভোগ করেছি। মনে হয়েছে, আমি যেন নিজের ইচ্ছামতোই সাক্ষাৎকার দিচ্ছি। আপনি সত্যিই অনুপ্রেরণাদায়ী।’

মন্তব্যসাতদিনের সেরা