kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

১৪ বছর পর

রংবেরং প্রতিবেদক   

২০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৪ বছর পর

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত দাপটের সঙ্গে গান করেছেন পথিক নবী। এ সময় ‘আমার একটা নদী ছিলো’সহ কিছু শ্রোতাপ্রিয় গানও উপহার দেন তিনি। এরপর হঠাৎ করেই গানের জগৎ থেকে উধাও! দীর্ঘ ১৪ বছর পর আবারও গান করলেন পথিক নবী। ‘জোড়া শালিক’ শিরোনামের গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন লুত্ফর হাসান। সংগীতায়োজনে মার্সেল। আসছে ঈদে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ পাবে গানটি—‘একদিন সবকিছু হয়ে যাবে ঠিক/তুমি খুঁজে নিও সেই দিন তারিখ/একশ বছরেও আমি দেখব না জোড়া শালিক’। আগামী সপ্তাহে ভিডিও নির্মাণ করবেন বিকাশ সাহা। ভিডিওতে অংশ নেবেন পথিক নিজেই।

পথিক নবী বলেন, ‘কিছুটা অভিমান আর কিছুটা আত্মোপলব্ধির জন্যই এত দিন গানের বাইরে ছিলাম। নতুন গান প্রকাশ না করলেও এ সময় যে বসে ছিলাম, তা কিন্তু নয়। ১৪ বছরে প্রায় তিন শ গান লিখেছি, সুর দিয়েছি। রেকর্ডও করেছি বেশ কিছু। সামনে পর্যায়ক্রমে গানগুলো প্রকাশ করব।’

২০০৫ সালে শওকাতের সংগীতে প্রকাশ পায় পথিক নবীর সর্বশেষ অ্যালবাম ‘লাভ মি’।

মন্তব্য