kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

টিভি হাইলাইটস

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটিভি হাইলাইটস

ফুল এইচডি

গানের অন্তরালে

এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘গানের অন্তরালে’। ২৫ মিনিটের এ অনুষ্ঠানে প্রতি পর্বে একজন সংগীত তারকা উপস্থিত থাকেন। নিজের সংগীত জীবন ও কর্মের নানা বিষয়ে আড্ডার পাশাপাশি দু-তিনটি গানের অংশ গেয়ে শোনান। উপস্থাপনায় সুজিত মোস্তফা।

 

ফুল এইচডি

মাছরাঙা টেলিভিশনে রাত ৮টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘ফুল এইচডি’। রচনা ও পরিচালনায় অরণ্য আনোয়ার। অভিনয়ে মোশাররফ করিম, সানজিদা প্রীতি, তারিক আনাম খান, আবুল হায়াত, আরফান আহমেদ, রাশেদ মামুন অপু, জুঁই করিম, দীপান্বিতা, সুষমা সরকার, শামীমা নাজনীন প্রমুখ।

 

ফাইন্ডিং ফাদার ফ্রান্সিস

শ্রীলঙ্কায় বিদ্রোহী তামিল নেতাদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের দিন সঙ্গে ছিলেন ফাদার ফ্রান্সিস গোমেজ। কিন্তু সেই দিনের পরে অন্যান্য তামিল নেতার মতো তাঁরও আর কোনো খবর পাওয়া যায়নি। প্রামাণ্যচিত্রটিতে সেই খোঁজই করা হয়েছে। দেখা যাবে আজ রাত ১০টা ৩০ মিনিটে, বিবিসি ওয়ার্ল্ড নিউজে।

 

রাইজিং স্টার সিজন ৩

ভারতের জনপ্রিয় এই গানের রিয়ালিটি শোর তৃতীয় সিজন চলছে। এই সিজনে বিচারকের দায়িত্ব পালন করছেন দিলজিত দোসাঞ্জ, নীতি মোহন ও শঙ্কর মহাদেবন। আজকের পর্ব দেখা যাবে রাত ৯টা ৩৫ মিনিটে. কালারসে।

 

মন্তব্যসাতদিনের সেরা