kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

আরো খবর

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআরো খবর

ক্যাটরিনা

►    সালমান খান বলেছেন, ‘ভারত’ ছবিতে অভিনয়ের জন্য ক্যাটরিনা কাইফের জাতীয় পুরস্কার পাওয়া উচিত।

►    কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সময় কাটাতে ভালোবাসেন’, বললেন অনন্যা পাণ্ডে। কার্তিককে ভালোবাসেন কি না—এমন প্রশ্নে এই কৌশলী জবাব অনন্যার।

►    মালাইকা অরোরার সঙ্গে বিয়ের গুজবকে স্বাভাবিকভাবেই নিয়েছেন অর্জুন কাপুর। গুজব নাকচ করে বলেছেন, তেমন কিছু হলে নিজেই জানাবেন।

►    মীরা নায়ার তাঁর ‘মনসুন ওয়েডিং’ ছবি থেকে ব্রডওয়ের জন্য একটি গীতিনাট্যের কাজ শুরু করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করবেন গায়ক আদনান সামি।

►    ব্রিটনি স্পিয়ার্সের ম্যানেজার ল্যারি রুডলফ জানিয়েছিলেন, গায়িকার গানের জগতে ফেরার আপাতত সম্ভাবনা নেই। কিন্তু ব্রিটনি বলেছেন, তিনি অবশ্যই ফিরবেন।

►    নতুন ব্যাটম্যান হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণায় সমালোচনার ঝড় উঠেছে টুইটারে।

 

মন্তব্য