kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

সুন্দরী মাতা!

রংবেরং ডেস্ক   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসুন্দরী মাতা!

নিক জোনাসের সঙ্গে বিয়ের গাঁটছড়া বাঁধার মাসখানেকের মধ্যেই গুঞ্জন উঠেছিল, মা হতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তাঁর মা। বলেছিলেন, বাজে অ্যাঙ্গল থেকে ছবি তোলার কারণেই প্রিয়াঙ্কাকে অমন দেখাচ্ছিল। এ মাসের শুরুতে প্রিয়াঙ্কা নিজেই আবার সেই গুজব উসকে দেন। ২০১৭ সালের মেট গালাতে প্রিয়াঙ্কা-নিক একসঙ্গে ক্যামেরাবন্দি হয়েছিলেন। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লেখেন, ‘আমাদের সন্তানদের আমি যে গল্প অবশ্যই বলব...কিভাবে তোমাদের বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল।’ অনেকেই ভেবেছিলেন, পোস্টটিতে প্রিয়াঙ্কা কৌশলে নিজের মা হওয়ার সংবাদই দিয়েছেন। অবশ্য তখন এ বিষয়ে আর কিছুই জানা যায়নি।

কান চলচ্চিত্র উৎসবে এ বছরই প্রথম যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। এবার সেখানকার ছবিগুলোতেও ভক্তরা তাঁর ‘বেবি বাম্প’-এর দেখা পেয়েছে। আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়াচ্ছে প্রিয়াঙ্কার মা হওয়ার জল্পনা। সেই আগুনে আরো ঘি ঢেলেছেন প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ হলিউড অভিনেত্রী অক্টাভিও স্পেন্সার। প্রিয়াঙ্কা প্রতিদিনই ইনস্টাগ্রামে কানের ছবি শেয়ার করছেন। সেগুলোরই একটিতে স্পেন্সার ছোট্ট করে লিখেছেন, ‘সুন্দরী মাতা’ [স্টানিং মামাসিতা]! তাঁর এই মন্তব্যে অনেকেই নিশ্চিত হয়ে গেছেন, এবার সত্যিই মা হতে যাচ্ছেন প্রিয়াঙ্কা। তবে আসল সত্যিটা জানার জন্য অপেক্ষা করতে হবে প্রিয়াঙ্কা বা নিকের কাছ থেকে সুখবরটা আসা পর্যন্ত।

মন্তব্যসাতদিনের সেরা