kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

আবার মিস্টার ইন্ডিয়া?

রংবেরং ডেস্ক   

১৯ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেআবার মিস্টার ইন্ডিয়া?

১৯৮৭ সালে মুক্তি পেয়েছিল ‘মিস্টার ইন্ডিয়া’। পরিচালনা করেছিলেন শেখর কাপুর। তখন প্রধান চরিত্র অরুণ ভার্মার জন্য রাজেশ খান্না ও অমিতাভ বচ্চনকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাঁরা দুজনই ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন। সম্ভবত ‘অদৃশ্য মানবের’ চরিত্রে অভিনয় করাটা কেমন হবে, তা নিয়েই দ্বিধায় ছিলেন তাঁরা। পরে চরিত্রটিতে অভিনয় করেন অনিল কাপুর। বাকিটুকু ইতিহাস। ছবিটি শুধু তুমুল জনপ্রিয়ই হয়নি, সমালোচকদেরও বিস্তর প্রশংসা জুটেছিল। এমনকি বলিউডের সর্বকালের সেরা ছবির তালিকাগুলোতেও এই ছবির নাম থাকে। সম্প্রতি আবার একত্র হয়েছিলেন এই পরিচালক-অভিনেতা জুটি। তার পরই ঘোষণা দিয়েছেন, শিগগিরই তাঁরা নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। এবং সেটা ‘মিস্টার ইন্ডিয়া’র সিক্যুয়ালও হতে পারে। দুজনের সেই সাক্ষাতের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন দুজনই। তাতে দেখা যাচ্ছে, অনিলের মাথার ক্যাপ ঠিক করে দিচ্ছেন শেখর। প্রথমে ছবিটি পোস্ট করেছেন পরিচালক। লিখেছেন, “অনিলের রূপসজ্জা কেমন হবে, তাই নিয়ে আমরা আলাপ করছিলাম। সেটা ‘মিস্টার ইন্ডিয়া ২’-এর জন্য, নাকি অন্য কোনো ছবির জন্য? অনিল, তুমিই বলো।” ছবির সেটের মতো টুইটারেও পরিচালকের আদেশ পালন করেছেন অনিল। একই ছবি পোস্ট করে লিখেছেন, “সেই একই অনুভূতি! আমি আর শেখর অসাধারণ একটা ছবি বানানোর ব্যাপারে দীর্ঘ আলোচনা করেছি। আশা করি ‘মিস্টার ইন্ডিয়া’র মতোই জাদুকরী একটা কিছু হতে যাচ্ছে। তখনো ক্যাপ ঠিক করাটা সৌভাগ্যের ছিল। আশা করি, এবারও ব্যাপারটা কাজ করবে।”

 

শেখর কাপুরের সঙ্গে অনিল কাপুর

মন্তব্য