kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

টিভি হাইলাইটস

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

জায়গীর মাস্টার

শুভ বুদ্ধপূর্ণিমা

বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে বৈশাখী টিভিতে আজ সকাল ৯টা ১০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান ‘শুভ বুদ্ধপূর্ণিমা’। গৌতম বুদ্ধকে নিয়ে আলোচনায় অংশ নেবেন সুপ্ত ভূষণ বড়ুয়া ও লায়ন রিংকু কুমার বড়ুয়া। উপস্থাপনায় সেঁজুতি বড়ুয়া।

 

জায়গীর মাস্টার

বাংলাভিশনে রাত ৯টা ৪৫ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘জায়গীর মাস্টার’। রচনা ও পরিচালনায় এস এ হক অলিক। অভিনয়ে এ টি এম শামসুজ্জামান, সালাহউদ্দিন লাভলু, অপূর্ব, ভাবনা, মৌসুমী হামিদ, শর্মিলী আহমেদ, দিলারা জামান, সূচনা আজাদ, আকাশ আহমেদ।

 

দ্য বিগ ব্যাং থিওরি

১২তম সিজন শেষে ইতি ঘটতে যাচ্ছে জনপ্রিয় এই ধারাবাহিকটির। জি ক্যাফেতে আজ শেষ পর্ব প্রচারের আগে শেষ সিজনের সবগুলো পর্ব টানা দেখানো হবে। সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।

 

রিমেম্বার বাগদাদ

গত শতকের প্রথমার্ধেও বাগদাদে ইহুদিদের বসতি ছিল। ব্রিটিশ শাসন, নাজি জার্মানির উত্থান, এমনকি ইসরায়েলের জন্মের সময়ও বাগদাদের মূল স্রোতে মিলেমিশে বাস করত তারা। পরে সহিংসতার মুখে বাগদাদ ছেড়ে প্রবাসী হয়েছে তারা। তাদের নিয়ে প্রামাণ্যচিত্রটি দেখা যাবে রাত ১০টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।

মন্তব্য