kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

আরো খবর

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► বৃহস্পতিবার রাতে বাগদান হয়েছে নায়িকা ফাল্গুনী রহমান জলির। পাঁচ বছরের প্রেমিক আরাফাত রহমান তাঁর হবু বর। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘নিয়তি’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘অঙ্গার’-এর নায়িকা জলি।

► সঞ্জয়লীলা বানশালির ‘মালাল’-এ অভিষেক হতে পারে পরিচালকের ভাইঝি শারমিন সেগাল ও জাভেদ জাফরির ছেলে মীজানের।

► মা হতে চলেছেন সোনম কাপুর, এ জন্যই নতুন কোনো ছবি হাতে নিচ্ছেন না বলে খবর। তবে নির্ভরযোগ্য সূত্র থেকে খবরটি নিশ্চিত হওয়া যায়নি।

► টাইগার শ্রফের করা ‘র‌্যাম্বো’র রিমেক মুক্তি পাবে ২০২০ সালে। আগে ছবিটির জন্য টাইগারকে শুভ কামনা জানিয়েছিলেন সিলভেস্টার স্ট্যালোন নিজেও।

► ‘গেম অব থ্রোনস’-এর রিমেক চেয়ে পাঁচ লাখের বেশি মানুষ আবেদন করেছে। বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় এই সিরিজটির শেষ পর্ব প্রচার হবে ১৯ মে।

মন্তব্যসাতদিনের সেরা