kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

ঈদে ইউটিউবে দি ডিরেক্টর

রংবেরং প্রতিবেদক   

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকামরুজ্জামান কামুর ছবি ‘দি ডিরেক্টর’ সেন্সর বোর্ডে জমা পড়ে ২০১৩ সালে। কিন্তু নানা অভিযোগে দুই বছর ঝুলে থাকে বোর্ডে। ২০১৫ সালে ছাড়পত্র পায় ছবিটি। পরিবেশক না পাওয়ায় এখনো সিনেমা হলে মুক্তি দিতে পারেননি পরিচালক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কামু সিদ্ধান্ত নিয়েছেন ঈদের দিন রাত ১১টায় ‘সান বিডিটিউব’ চ্যানেলে ছবিটি মুক্তি দেবেন। বলেন, ‘ইচ্ছা ছিল বড় পর্দায় দর্শক আমার ছবিটি দেখবে। কিন্তু হলো না। অনেক চেষ্টা করেও পারিনি। অনেক মানুষ ছবিটি দেখার প্রতীক্ষায় আছেন। আমার কাছে নিয়মিত ছবিটির খোঁজখবর নিচ্ছেন। তাঁদের দেখার সুযোগ করে দিতেই ইউটিউবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ‘দি ডিরেক্টর’ ছবিতে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, কচি খন্দকার, নাফা, মোশাররফ করিম, তানভীন সুইটি ও কামরুজ্জামান কামু নিজে।

মন্তব্যসাতদিনের সেরা