kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

১৮ বছর পর

রংবেরং প্রতিবেদক   

১৮ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৮ বছর পর

‘ও যার অন্তরে বাহিরে কোন তফাৎ নাই’, ‘সবাই বলে বয়স বাড়ে’, ‘খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে’সহ অনেক জনপ্রিয় গানের শিল্পী রথীন্দ্রনাথ রায়। পেয়েছেন একুশে পদকও। দীর্ঘ ১৮ বছর গুণী এই শিল্পীকে চলচ্চিত্রের গানে পাওয়া যায়নি। ২০০১ সালে এফ আই মানিকের ছবি ‘হৃদয়ের বন্ধন’-এ মমতাজের সঙ্গে সর্বশেষ গেয়েছিলেন ‘বধূ বেশে কন্যা যখন এলো রে’। গানটি জনপ্রিয়ও হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর আবার গাইলেন চলচ্চিত্রের গান। বুধবার নিশীথ সূর্য্যের ‘পায়রার চিঠি’র একটি গানে কণ্ঠ দিয়েছেন রথীন্দ্রনাথ। নিশীথের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

রথীন্দ্রনাথ বলেন, ‘গানটি কীর্তন আঙ্গিকের। কথা ও সুর ভালো লেগেছে। দর্শক-শ্রোতার ভালো লাগবে আশা করি।’

মন্তব্য