kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

টিভি হাইলাইটস

১৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটিভি হাইলাইটস

ককটেল ফ্যাক্টরি

ককটেল ফ্যাক্টরি

বৈশাখী টেলিভিশনে রাত ১১টায় রয়েছে সাপ্তাহিক নাটক ‘ককটেল ফ্যাক্টরি’। রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। অভিনয়ে ইরেশ যাকের, মাজনুন মিজান, তমালিকা কর্মকার, ফারুক আহমেদ, লুৎফর রহমান জর্জ প্রমুখ।

 

এক্সপার্ট প্রেডিকশন

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের ফাইনালে আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে বিকেল ৩টায় মাছরাঙায় প্রচারিত হবে ‘এক্সপার্ট প্রেডিকশন’। দুই দলের শক্তিমত্তার বিচার করে বিশেষজ্ঞ মত দেবেন সাবেক অধিনায়ক ও ক্রীড়া সাংবাদিক। উপস্থাপনায় মারিয়া নূর।

 

রিফিউজি চাইল্ড মিউজিশিয়ানস

সিরিয়া থেকে ১০ লাখেরও বেশি শরণার্থী আশ্রয় নিয়েছে লেবাননে। তাদের প্রায় অর্ধেকই শিশু। গৃহযুদ্ধ ও শরণার্থীজীবন তাদের মানসিকতায় বিরূপ প্রভাব ফেলছে। এই সমস্যা মোকাবেলায় শরণার্থী শিশুদের গান শেখানোর প্রকল্প শুরু হয়েছে। প্রকল্পটি নিয়ে এই প্রামাণ্যচিত্র দেখা যাবে আজ রাত ৮টায়, বিবিসি ওয়ার্ল্ড নিউজে।

 

ফাগুন বউ

রোদ্দুর প্রথম দেখাতেই মহুলের প্রেমে পড়েছিল। কিন্তু মহুল পছন্দ করত অনুরূপকে। একসময় মহুলের মোহ ভাঙে। সে রোদ্দুরকে ভালোবাসতে শুরু করে। তাদের বিয়ে হয়। কিন্তু জীবনে জটিলতা বাড়তে থাকে।  আজকের পর্ব দেখা যাবে রাত ৯টায়, স্টার জলসায়।

মন্তব্যসাতদিনের সেরা