kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

এবার ভিলেন

রংবেরং ডেস্ক   

১৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার ভিলেন

মণি রত্নমের পরের ছবিতে ঐশ্বরিয়া রাইবচ্চনকে দেখা যাবে আগেই জানা গিয়েছিল। এবার জানা গেল, ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তিনি। মণির ছবিটি তৈরি হবে কালকি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পোনিইন সেলবান’ অবলম্বনে। গল্পের প্রেক্ষাপট দশম শতকের কাল্পনিক ছোলা সাম্রাজ্য, যেখানে রাজ্যের কোষাধ্যক্ষের স্ত্রী নন্দিনীর ভূমিকায় দেখা যাবে অ্যাশকে। ছবির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় দৈনিক মিডডেকে জানিয়েছে, ‘রহস্যময় ও আকর্ষণীয় এক নারীর চরিত্র করেছেন তিনি।’ এর আগে ‘খাকি’তে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

এ বছরের শেষের দিকে মণির ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। এটি তৈরি হবে হিন্দি ও তামিল ভাষায়। আগে শোনা গিয়েছিল, ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করবেন অমিতাভ বচ্চনও, যা দিয়ে ১১ বছর পর একসঙ্গে দেখা যাবে দুজনকে। যদিও অমিতাভ বা ঐশ্বরিয়ার কেউই খবরটি নিশ্চিত করেননি।

মন্তব্যসাতদিনের সেরা