kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

অ্যাভেঞ্জার্স উন্মাদনা

২৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ৩ মিনিটেঅ্যাভেঞ্জার্স উন্মাদনা

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে টিকিটের জন্য লম্বা লাইন

টিকিটের জন্য লম্বা লাইন

মুক্তির প্রথম দিন থেকেই ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার্স সিনেমাজে। গতকালই ছাড়া হয়েছে টিকিট। অনুমিতভাবেই টিকিটের জন্য ভোর থেকেই লম্বা লাইন শুরু হয়। ভোর ৫টা থেকেই জড়ো হতে থাকে ‘অ্যাভেঞ্জার্স’ ভক্তরা। দর্শকের ভিড়ের কারণে সকাল ৭টায়ই খুলে দেওয়া হয় বসুন্ধরা সিটির গেট, ৮টা থেকে শুরু হয় টিকিট বিক্রি। ছবিটির অগ্রিম টিকিট বিক্রি করা অনলাইন সাইট ‘ফানডানগো’ জানিয়েছে, আগের কিস্তি ‘ইনফিনিটি ওয়ার’-এর চেয়েও বেশি টিকিট বিক্রি হচ্ছে এবার। টিকিট পাওয়া গেছে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাজের ওয়েবসাইটেও। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই এ দুই সাইটে ঢুকতে সমস্যা হয়। স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার (মিডিয়া ও মার্কেটিং) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘শুক্র ও শনিবারের টিকিট আগেই শেষ, রবিবারেরটাও শেষের দিকে। শুরুতে বসুন্ধরা সিটিতে প্রতিদিন ১৭টি এবং সীমান্ত সম্ভারে ৯টি করে শোতে ছবিটি দেখানোর পরিকল্পনা করেছিলাম। দর্শকের আগ্রহ দেখে সেটা আরো বাড়ানোর চিন্তা করছি।’ এদিকে বহু কাঙ্ক্ষিত প্রথম শোর টিকিট পেয়ে অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিটের ছবিসহ পোস্ট দিতে দেখা যায়। যারা টিকেট পায়নি তারা হতাশা প্রকাশের সঙ্গে একটা অনুরোধও করেছে। শাখাওয়াত হোসেন নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘টিকিট পেয়েছেন, ভালো। দেখে এসে দয়া করে স্পয়লার ছাড়াবেন না।’

 

সারা দুনিয়ায়ই হুলুস্থুল

এবারই হয়তো শেষবারের মতো দেখা যাবে প্রিয় কিছু মার্ভেল চরিত্রকে। অন্যবারের তুলনায় ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ নিয়ে তাই সারা দুনিয়ায়ই হুলুস্থুল। সবাই প্রথম শোতেই দেখতে চায় ছবিটি। এ জন্য অনেক দেশেই ছবিটির প্রিমিয়ার টিকিট মূল্য আকাশ ছুঁয়েছে। ভারতের অনলাইন টিকিট বিক্রি সংস্থা ‘বুকমাইশো’ জানিয়েছে, ২৪ ও ২৫ এপ্রিল প্রতি সেকেন্ডে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর ১৮টি করে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে, যা একটি রেকর্ড।  বাড়তি দর্শকের চাপ সামাল দিতে দেশটির বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ ২৪ ঘণ্টাই খোলা থাকবে। মুম্বাই, দিল্লির মতো বড় শহরগুলোর আইম্যাক্সে ভোর সাড়ে ৩টায় শো রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে ৯ ডলারের টিকিট ৫০০ ডলারেও বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে।

চীনে এরই মধ্যে ছবিটির বিশেষ প্রিমিয়ারের টিকিট বিক্রি হয়েছে ১১ কোটি ডলারেরও বেশি, যেটিও একটি রেকর্ড।

মন্তব্য