kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

দুই সুন্দরী

রংবেরং ডেস্ক   

২৫ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদুই সুন্দরী

‘পিপল’-এর প্রচ্ছদে জেনিফার গার্নার

প্রতিবারের মতো বার্ষিক ‘সুন্দরী’ সংখ্যা বের করবে ‘পিপল’ ম্যাগাজিন। এবারের সংখ্যাটিতে সেরা সুন্দরী হয়েছেন অভিনেত্রী জেনিফার গার্নার। বিশেষ এই সংখ্যা এখনো বাজারে আসেনি। অ্যালেন ডিজেনারেসের শোতে সংখ্যাটির প্রচ্ছদ দেখানো হয়। পরে ম্যাগাজিনটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ব্যবসা ও অভিনয় ক্যারিয়ারের সঙ্গে সমান তালে সংসার সামলানোর জন্য গার্নারকে সেরা সুন্দরী করা হয়েছে। গার্নার বলেন, ‘আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিনই নিজেকে বলি, আমি খুবই সুখী, আনন্দিত। প্রতিদিন সব কিছুর জন্য জীবনের কাছে কৃতজ্ঞ থাকি। এভাবেই আমি ভালো থাকি।’ ‘পিপল’-এর ‘সুন্দরী’ সংখ্যায় আরো আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি হয়েছেন ‘বিউটি অব দ্য ইয়ার’। প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেছেন, ‘বাহ্যিক সৌন্দর্যই সব কিছু নয়। প্রতিদিনের জীবনে নিয়ম মেনে চলা, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকাটাও সৌন্দর্যের অংশ।’

বিশেষ সংখ্যায় দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের উত্থান, ফিটনেস নিয়েও বিস্তারিত কথা বলেছেন এই ভারতীয় সুন্দরী।

মন্তব্য