kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

আরো খবর

২৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► সালমান খান অভিনীত ‘তেরে নাম’ ছবির সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক সতীশ কৌশিক। গল্পও চূড়ান্ত। তবে রাধে চরিত্রে ফের সালমানকে দেখা যাবে কি না এখনো চূড়ান্ত হয়নি।

► অক্ষয় কুমারের এক হেঁয়ালিপূর্ণ টুইট দেখে অনেকেই ধারণা করেছিলেন, সামনে বিজেপির টিকিটে নির্বাচন করতে যাচ্ছেন তিনি। পরে আরেক টুইটে অভিনেতা নিজেই সে সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

► সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’-এর ট্রেলার দেখে প্রশংসা করে টুইট করেছেন শাহরুখ খান।

► ‘৮৩’ ছবিতে কপিল দেব চরিত্রে রণবীর সিং নয়, প্রথম পছন্দ ছিলেন রণদীপ হুদা। সঞ্জয় পুরান সিংয়ের বদলে কবীর খান পরিচালনার দায়িত্ব নিলে তাঁর পছন্দেই নেওয়া হয় রণবীরকে।

► এক দশক পরে আসছে জোনাস ব্রাদার্সের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘হ্যাপিনেস বিগিনস’। প্রকাশিত হবে ৭ জুন।

মন্তব্য