kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

দীপিকার বদলে কঙ্গনা!

রংবেরং ডেস্ক   

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদীপিকার বদলে কঙ্গনা!

গত সপ্তাহেই প্রকাশ পেয়েছে কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও অভিনীত ‘মেন্টাল হ্যায় কিয়া’ ছবির টিজার। তখনই নাম নিয়ে আপত্তি তোলে ভারতীয় মনোরোগ বিশেষজ্ঞ সমিতি। দেশটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে চিঠিও পাঠায় ছবিটির নাম বদলাতে। সমিতির সভাপতি ড. ম্রুগেশ বৈষ্ণব বলেন, ‘ছবিটির প্রযোজকদের বিরুদ্ধে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা জোশি সাহেবকে [ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের প্রধান] চিঠি পাঠিয়েছি, যাতে সবার সঙ্গে বসে বলতে পারি কেন এই নাম নিয়ে আমাদের আপত্তি আছে।’ পরে তাদের এই দাবির সঙ্গে একমত পোষণ করেছে ভারতের মেডিক্যাল অ্যাসোসিয়েশনও। শনিবার একই পথে হাঁটে ‘লিভ লাভ লাফ ফাউন্ডেশন’। দীপিকা পাড়ুকোন প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশনটি মানসিক রোগীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজ করছে। ছবিটির টিজারের প্রতিক্রিয়ায় ফাউন্ডেশনের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়েছে, ‘সময় এসেছে এই ধরনের শব্দ [মেন্টাল] ব্যবহার বন্ধ করার। ভারতে লাখ লাখ মানুষ মানসিক রোগে ভুগছে। তাদের কথা ভেবে এ সম্পর্কিত শব্দ ব্যবহার বা চরিত্র উপস্থাপনে অত্যন্ত সতর্ক থাকা উচিত।’

এমন টুইটের পরে ছবিটির নায়িকা কঙ্গনার অন্তত মুখ খোলার কথা। তবে কঙ্গনা নয়, সরব হয়েছেন তাঁর বোন রাঙ্গোলি শ্যান্ডেল। দীপিকা ও তাঁর ফাউন্ডেশনের অ্যাকাউন্ট দুটি ট্যাগ করে টুইট করেছেন, “আমার মনে হয় ‘মেন্টাল হ্যায় কিয়া’ মুক্তির পরে দীপিকার বদলে কঙ্গনাকেই [ফাউন্ডেশনের] শুভেচ্ছাদূত করা হবে। ছবিতে চরিত্রটা এতটাই সংবেদনশীল এবং তা এতটাই সচেতনতা সৃষ্টি করবে।” পরের টুইটে তিনি ছবিটার জন্য ফাউন্ডেশনের সমর্থনও চান। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কঙ্গনা বা দীপিকা কেউই কোনো প্রতিক্রিয়া জানাননি।

মন্তব্য