kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

টিভি হাইলাইটস

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটিভি হাইলাইটস

ঘরে বাইরে

গানের অন্তরালে

এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে রয়েছে সংগীতানুষ্ঠান ‘গানের অন্তরালে’। ২৫ মিনিটের এ অনুষ্ঠানে প্রতি পর্বে একজন সংগীত তারকা উপস্থিত থাকেন। নিজের সংগীতজীবন ও কর্মের নানা বিষয়ে আড্ডার পাশাপাশি দু-তিনটি গানের অংশ গেয়ে শোনান। উপস্থাপনায় নজরুলসংগীত শিল্পী সুজিত মোস্তফা।

 

ঘরে বাইরে

মাছরাঙা টিভিতে রাত ৮টায় রয়েছে ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’। চিত্রনাট্য মাতিয়া বানু শুকু, পরিচালনায় নজরুল ইসলাম রাজু। অভিনয়ে অপূর্ব, মম, মৌসুমী হামিদ, নাঈম, শহীদুজ্জামান সেলিম, শর্মিলী আহমেদ, সাবেরী আলম, মাজনুন মিজান, দীপান্বিতা, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।

 

রেভল্যুশন ইন রুইনস

দেশের জনগণকে সঙ্গে নিয়ে বিপ্লব ঘটিয়ে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হয়েছিলেন হুগো শাভেজ। ১৪ বছর পর যখন দায়িত্ব ছাড়েন, তত দিনে চিত্রটা আর তেমন থাকেনি। শুরুতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে দ্রুত বদল আনতে পারলেও, এখনো দেশটির বেশির ভাগ মানুষ তিন বেলা খেতে পায় না। হুগো শাভেজের ওপর নির্মিত বিবিসির অনুষ্ঠানটি দেখা যাবে রাত ১০টা ১০ মিনিটে।

 

গেম অব থ্রোনস

তুমুল জনপ্রিয় টিভি সিরিজটির শেষ সিজনের দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে, স্টার ওয়ার্ল্ড ও স্টার ওয়ার্ল্ড প্রিমিয়ারে।

মন্তব্য