kalerkantho

সোমবার । ২০ মে ২০১৯। ৬ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৪ রমজান ১৪৪০

সন্তানসম্ভাবনা?

রংবেরং ডেস্ক   

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসন্তানসম্ভাবনা?

সামনের মাসেই সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের এক বছর পূর্ণ হবে। বিয়ের আগে প্রায় দুই বছরের বিরতি ভেঙে পর্দায় ফিরেছিলেন ‘প্যাড ম্যান’ দিয়ে। বিয়ের পরেও তাঁকে নিয়মিতই দেখা যাচ্ছে ছবিতে। মাস দুয়েক পরেই তাঁর অভিনীত ‘দ্য জয়া ফ্যাক্টর’ মুক্তি পাওয়ার কথা। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে, সোনম নাকি সন্তানসম্ভাবনা! জল্পনার শুরু গত শুক্রবার ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ছবি থেকে। আনন্দের নিজের একটি জুতার ব্র্যান্ড আছে। তারই এক অনুষ্ঠানে সেদিন গিয়েছিলেন দুজনে। পরেছিলেন একই রকম জুতা। সোনমের জুতার ফিতা খুলে গেলে নিচু হয়ে সেটা বেঁধে দেন আনন্দ। মুহূর্তটা যে সোনম ভীষণ উপভোগ করেছেন, সেটা তাঁর কান পর্যন্ত বিস্তৃত হাসি দেখেই বোঝা গেছে। মিষ্টি এই মুহূর্তের ছবি তুলতে মুহূর্তেই তৎপর হয়ে ওঠে উপস্থিত সবাই। ইন্টারনেটে ভাইরালও হয়ে যায় দ্রুত। আর তার পরই শুরু হয় জল্পনা-কল্পনা। অনেকেই ধারণা করছে, সোনম অন্তঃসত্ত্বা বলেই তাঁকে নিচু হতে দেননি আনন্দ। জুতার ফিতা বেঁধে দিয়েছেন নিজেই। অনেকে তো ছবিতে সোনমের ‘বেবি বাম্প’ও খুঁজে পেয়েছে! তবে সোনম-আনন্দ দম্পতির পক্ষ থেকে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য আসেনি।

মন্তব্য