kalerkantho

ব্যর্থতার কারণ খুঁজবেন

রংবেরং ডেস্ক   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব্যর্থতার কারণ খুঁজবেন

পরপর ছবি ফ্লপ। সবশেষ ‘জিরো’ নিয়ে আশা ছিল; কিন্তু সেটারও একই পরিণতি। টানা ব্যর্থতায় শাহরুখ খানের বলিউড অধ্যায় শেষ কি না সে প্রশ্নও তুলেছেন অনেকে। নানাজন নানাভাবে অভিনেতার ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন। কিন্তু শাহরুখ নিজে কী মনে করছেন সেটা জানা যায়নি। কারণ ‘জিরো’র ব্যর্থতার পর কার্যত মুখে কুলুপ এঁটে ছিলেন অভিনেতা। মুখ খুললেন সেই ‘জিরো’ মুক্তি উপলক্ষেই। চীনে ছবিটি মুক্তি পাচ্ছে আজ। সে উপলক্ষে এক অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ কথা বলেন নিজের ব্যর্থতা প্রসঙ্গে, “কোনো সিনেমা মুক্তির তিন মাস পর সেটা আমি আবার দেখি। আমাকে আবার দেখতে দিন, হয়তো বুঝতে পারব ভুলটা কোথায় হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ‘জিরো’ ভারতে ভালো ব্যবসা করতে পারেনি। হয়তো গল্প বলার ভঙ্গিটা ঠিক ছিল না, হয়তো আমার ছবি পছন্দ করায় ভুল ছিল। চীনের মানুষ ছবিটা কতটা পছন্দ করবে সেটা নিয়েও খানিকটা সংশয় আছে, দেখা যাক।” ‘জিরো’র ব্যর্থতায় যে তিনি ভীষণ ভেঙে পড়েছিলেন সেটাও লুকাননি অভিনেতা, ‘মানুষ যখন ছবিটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সত্যিই খুব হতাশ লেগেছে। ছবিটার জন্য তিন বছর ধরে কষ্ট করেছি। তার পরও যখন এই ফল পাই তখন খুব খারাপ লাগে।’

‘জিরো’ ব্যর্থতার পর অভিনেতার পরের ছবি নিয়ে গেল কয়েক মাসে অনেক জল্পনা-কল্পনা হয়েছে। তবে অভিনেতা জানান, নতুন ছবির বিষয়টি তিনি এখনো ঠিক করেননি, জুনের  মধ্যেই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন।

মন্তব্য