kalerkantho

কানে প্রথমবার

রংবেরং ডেস্ক   

২০ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকানে প্রথমবার

গেল বছর ‘আ স্টার ইজ বর্ন’ দিয়ে আলো ছড়িয়েছিলেন গায়িকা-অভিনেত্রী লেডি গাগা। এ বছর সম্ভবত তাঁর জায়গা নিতে যাচ্ছেন সেলেনা গোমেজ। তাঁর নতুন ছবি ‘দ্য ডেড ডোন্ট ডাই’-এর প্রিমিয়ার হবে কান চলচ্চিত্র উৎসবে। ১৪ মে ৭২তম কান উৎসব শুরুই হবে এই জম্বি কমেডি দিয়ে। এটাই হবে সেলেনার প্রথম কান উৎসবে অংশগ্রহণ। উৎসবের উদ্বোধনী লাল গালিচাতেও হাঁটবেন তিনি। মূলত এবারের কান দিয়ে দীর্ঘ বিরতির পর বড় কোনো উৎসবে অংশ নেবেন তিনি। শারীরিক ও মানসিক নানা সমস্যার জন্য কয়েক বছর ধরেই গান, অভিনয় দুটিতেই অনিয়মিত তিনি। এর মধ্যে তাঁর কিডনি প্রতিস্থাপিত হয়েছে, দীর্ঘ সময় কাটাতে হয়েছে পুনর্বাসন কেন্দ্রেও। এ বছরের শুরুর দিকেই সেলেনা জানিয়ে ছিলেন, ২০১৯ হবে তাঁর জন্য নতুন করে শুরুর বছর। কানে অংশগ্রহণের খবর নিশ্চিত করে সেলেনার এক মুখপাত্র ‘দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস’কে জানিয়েছেন, ‘ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নিতে তাঁর তর সইছে না।’

মন্তব্য