kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

বরুণ বলতে রণবির!

রংবেরং ডেস্ক   

১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবরুণ বলতে রণবির!

এই মুহূর্তে বলিউডের সবচেয়ে ‘প্রিয় জুটি’ নিঃসন্দেহে আলিয়া ভাট-রণবির কাপুর। গুঞ্জন চলছে তাঁদের বিয়ে নিয়েও। মাঝে অবশ্য আলিয়া দাবি করার চেষ্টা করেছিলেন, তাঁদের সম্পর্ক নিখাদই ‘বন্ধুত্বের’। সেটা যে স্রেফ কথার কথা ছিল, নয়তো বিয়ের প্রশ্নবাণ থেকে বাঁচার চেষ্টা ছিল, তা এবার নিজেই প্রমাণ করে দিলেন। ‘ভুল করে’ জানিয়ে দিলেন, তাঁর মনের মধ্যে শুধুই রণবিরের ভাবনা ঘুরপাক খায়।

ঘটনাটি ঘটেছে বলিউড হাঙ্গামার এক ভিডিওতে। আজ মুক্তি পাচ্ছে ‘রাজি’ তারকার পরের ছবি ‘কলঙ্ক’। সেই ছবির প্রচারণায় হাজির হয়েছিলেন সেখানে। সঙ্গে ছিলেন বরুণ ধাওয়ান, আদিত্য রায়কাপুর ও সোনাক্ষী সিনহা। কথা বলতে বলতে আলিয়ার মাথার খোঁপা নাড়াচাড়া করছিলেন পাশেই সোফার হাতলে বসা বরুণ। বোধ হয় আলিয়াকে বিরক্ত করতে তেমনটা প্রায়ই করেন রণবির! তাই হয়তো আলিয়া ‘বরুণ’ বলতে গিয়ে বলে ফেলেন প্রেমিকের নাম। অবশ্য ‘রণ’ বলেই থেমে যান। কথা ঘুরিয়ে বলেন, ‘বরুণ, থামো।’ ততক্ষণে সবাই যা বোঝার বুঝে গেছে। নিজেও বুঝে গেছেন কী করেছেন! হাত দিয়ে ঢাকেন মুখের লাজুক হাসি। আর বাকি তিন তারকা ভেঙে পড়েন হাসিতে।

মন্তব্য