kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

চলচ্চিত্র

১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেচলচ্চিত্র

কথা দাও সাথী হবে : অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। পরিচালনা সোহানুর রহমান সোহান। সকাল ৯টা ৩০ মিনিট, মাছরাঙা টেলিভিশন।

গল্পসূত্র : পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে মোটর মেকানিকের কাজ নেয় জীবন। তার সঙ্গে প্রেম হয় বড়লোকের মেয়ে আলোর। কিন্তু জীবনের ভালোবাসা নিয়ে ছেলেখেলা করে সে। ভেঙে দেয় মোটর গ্যারাজ। জীবন কষ্ট পেলেও কিছু বলে না। তার এমন নীরবতায় গলে যায় আলো। ভুল ভাঙে তার।

 

কি করে তোকে বলবো : অভিনয়ে অঙ্কুশ, মিমি, খরাজ। পরিচালনা রবি কিনাগি। দুপুর ১টা, জলসা মুভিজ।

গল্পসূত্র : আকাশ ও অঞ্জলির বিয়ে হয়। কিন্তু আকাশকে সহ্য করতে পারে না। বিয়ের রাতেই ডিভোর্স চায় অঞ্জলি। পরদিনই আদালতে যায় তারা। তবে উকিলের কথামতো ছয় মাস একসঙ্গে থাকতে রাজি হয়। এর মধ্যে নিজেদের মধ্যে ভালোবাসা জন্মে।

 

থিরান : অভিনয়ে কার্থি, রাকুলপ্রীত সিং। পরিচালনা এইচ বিনোদ। বিকেল ৫টা ১৫ মিনিট, স্টার গোল্ড।

গল্পসূত্র : ডাকাতের আতঙ্কে অস্থির চেন্নাইয়ের মানুষ। ডাকাতির সময় মানুষজনকে নির্বিচারে হত্যা করে তারা। পুলিশ তাদের চিহ্নও খুঁজে পায় না। এক নেতার বাসায় ডাকাতির পর নড়েচড়ে বসে প্রশাসন। দায়িত্ব নেয় তরুণ পুলিশ অফিসার থিরান। চষে ফেলে পুরো ভারতবর্ষ। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত।

 

মনস্টার হান্ট : অভিনয়ে বাই বাইহে, জিং বোরান, জিয়াং উ। পরিচালনা রামান হুই। দুপুর ২টা ৪২ মিনিট, মুভিজ নাউ।

গল্পসূত্র : প্রাচীন বিশ্বে যখন মানুষ ও দানব পাশাপাশি বাস করত, তেমন সময় মানুষ বাবার ঔরসে এবং দৈত্য মায়ের গর্ভে জন্ম নেয় এক সন্তান। তাকে ছিনিয়ে নিতে আসে একদল দানব। নিজেকে বাঁচানোর লড়াইয়ে নামে শিশুটি।

মন্তব্য