kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

বিদায় বিবি অ্যান্ডারসন

রংবেরং ডেস্ক   

১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিদায় বিবি অ্যান্ডারসন

মারা গেছেন ইঙ্গমার বার্গম্যানের ছবির পরিচিত মুখ বিবি অ্যান্ডারসন (৮৩)। রবিবার দেশটির সংবাদমাধ্যমগুলোর কাছে এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর দীর্ঘদিনের বন্ধু পরিচালক ক্রিস্টিনা ওলোফসোন।

কিশোরী বয়সেই অভিনয় শুরু করেছিলেন অ্যান্ডারসন। চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত ছিলেন টিভি ও মঞ্চনাটকেও। তবে তাঁর খ্যাতি মূলত বার্গম্যানের ছবিতে কাজ করার সুবাদেই। কিংবদন্তি এই পরিচালক তাঁকে আবিষ্কার করেন ১৯৫১ সালে, একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণের সময়। ছবিতে প্রথম নেন বছর চারেক পরে ‘স্মাইলস অব এ সামার নাইট’-এ। তা-ও নেহাতই ছোট্ট এক চরিত্রে। অবশ্য এর পর থেকেই বার্গম্যানের ছবির নিয়মিত মুখ হয়ে উঠতে থাকেন অ্যান্ডারসন। ‘দ্য সেভেন্থ সিল’, ‘ওয়াইল্ড স্ট্রবেরিজ’সহ প্রথম কয়েকটি ছবিতে তাঁকে দেখা যায় সরল স্বভাবের সোনালি চুলের সুন্দরীর চরিত্রে। সে সময় দুজন প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন। কিন্তু তা পরিণতি পায়নি। ১৯৫৮ সালে বার্গম্যানের ‘ব্রিংক অব লাইফ’-এর জন্য অ্যান্ডারসন যৌথভাবে জেতেন কানের সেরা অভিনেত্রীর পুরস্কার। ১৯৬৩ সালে বার্লিনের সেরা অভিনেত্রী হন ‘দ্য মিস্ট্রেস’-এর জন্য। ১৯৬৬ সালে ‘পারসোনা’ দিয়ে বার্গম্যান তাঁকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করাতে শুরু করেন। এই ছবি দিয়েই আন্তর্জাতিক অঙ্গনের নজর কাড়েন অভিনেত্রী। প্রথমবারের মতো জেতেন সুইডেনের অস্কার ‘গুল্ডবাগে’ পুরস্কার। পরে বুড়ো বয়সের ভেল্কি দেখিয়ে আরো তিনবার জিতেছেন ২০০০-এর পর। অবশ্য এ সময় তিনি ছবির চেয়ে টিভিতেই বেশি কাজ করছিলেন। সক্রিয় ছিলেন মঞ্চনাটকেও। তবে ২০০৯ সালে স্ট্রোক করার পর তাঁর কথা বন্ধ হয়ে গেলে ছেদ পড়ে যায় সবগুলোতেই।

মন্তব্য