kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

লাইফ সাপোর্টে সুবীর নন্দী

রংবেরং প্রতিবেদক    

১৬ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলাইফ সাপোর্টে সুবীর নন্দী

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দী লাইফ সাপোর্টে রয়েছেন। ১৪ এপ্রিল রাত ৮টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। হাতপাতালে তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটলে রাত ১১টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। জানিয়েছেন সুবীর নন্দীর স্বজন সংগীতশিল্পী তৃপ্তি কর। ৭২ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে চিকিৎসাকরা জানিয়েছেন। তৃপ্তি আরো জানান, পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে ১২ এপ্রিল সপরিবারে সিলেট গিয়েছিলেন সুবীর নন্দী। ১৪ এপ্রিল অনুষ্ঠান শেষে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন। ট্রেনে ওঠার পর থেকেই বমি ও শ্বাসকষ্ট শুরু হয়। ব্রাক্ষণবাড়িয়ার কাছাকাছি এলে অবস্থার আরো অবনতি হয়। তখন ট্রেন থেকে নামিয়ে গাড়িতে করে তাঁকে সরাসরি সিএমএইচে নেওয়া হয়। বলেন, ‘আগে থেকেই আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাই দ্রুতই তাঁর চিকিত্সা শুরু করা গিয়েছিল।’

মন্তব্য