kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

আরো খবর

১৪ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে♦ ছেলে নিলয়ের বিয়েতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নেচেছেন ‘লড়াকু’ নায়ক রুবেল। নাচের সেই ভিডিও এখন অনলাইনে ভাইরাল।

♦  সাইফ আলী খানকে বিমানবন্দরে সপরিবারে পেয়ে পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলছিল, শেষ পর্যন্ত অভিনেতা বলে ওঠেন, ‘থামো। ছেলেটা তো [ফ্ল্যাশের আলোয়] অন্ধ হয়ে যাবে!’

♦ দিশা পাটানির স্থলে ‘পুমা’র শুভেচ্ছাদূত হতে যাচ্ছেন সারা আলী খান। আগেও এভাবে দুটি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হয়েছেন শ্রদ্ধা কাপুর ও শ্রুতি হাসানকে হটিয়ে।

♦  জাস্টিন বিবার ও লিল ডিকির নতুন গানের ভিডিও প্রকাশ পাবে সামনের সপ্তাহে। ভিডিওতে থাকবেন ডিজে খালেদ, কেটি পেরি, হালসি, শন মেন্ডেস ও অ্যাডাম লেভিন।

♦ শাহরুখ খান অভিনীত প্রথম প্রচারিত টিভি সিরিজ ‘ফৌজি’র পরিচালক কর্নেল রাজ কাপুরের মৃত্যুতে এক আবেগঘন টুইট করেছেন বলিউডের কিং খান।

মন্তব্য