kalerkantho

শনিবার । ২৫ মে ২০১৯। ১১ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৯ রমজান ১৪৪০

আমিরের পাশে শাহরুখ

রংবেরং ডেস্ক   

১৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআমির খানের ছবি মানেই যেন বিশেষ কিছু, দর্শক-সমালোচক সবারই মন ভরাবে। ‘ঠগস অব হিন্দুস্তান’ নিয়ে প্রত্যাশাটা ছিল আরো বেশি, কারণ ছবিতে আছেন অমিতাভ বচ্চনও। কিন্তু কিসের কী, বাজে চিত্রনাট্যের জন্য মুক্তির পর থেকেই কঠোর সমালোচনার শিকার হচ্ছে ছবিটি। এত সমালোচনায় বক্স অফিসেও মুখ থুবড়ে পড়েছে। প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করা ছবিটি পরের চার দিনের আয় মাত্র ৪০ কোটি। এত সমালোচনা নিয়ে আমির মুখ না খুললেও কথা বলেছেন শাহরুখ খান। দাঁড়িয়েছেন বন্ধুর পাশে, ‘কোনো ছবি কারো ভালো কারো খারাপ লাগছে, এটাই স্বাভাবিক। কেউই দাবি করে না যে সে পৃথিবীর শ্রেষ্ঠ ছবি বানিয়েছে। সমালোচনা হবেই, কিন্তু এবার একটু বেশিই হয়ে গেছে। এতটা নির্দয় না হলেও হতো, এটা হৃদয় ভেঙে দেয়। আমির, অমিতাভ দুজনই অসাধারণ কাজ করেছেন। নিশ্চয়ই তাঁরা ঘুরে দাঁড়াবেন।’ আলাদা এক অনুষ্ঠানে ‘সমালোচনা’ নিয়ে বলেছেন অমিতাভ বচ্চনও। বলেছেন সমালোচনা তিনি মাথা পেতে নেন, ‘সমালোচনা নিয়ে আমার কোনো সমস্যা নেই বরং নিজের সম্পর্কে আরো সচেতন হওয়া যায়।’

মন্তব্য