kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

সিঙ্গাপুরে প্রাচ্যনাটের ‘পলিথিন হাউস’

রংবেরং প্রতিবেদক   

১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআজ থেকে সিঙ্গাপুরে শুরু হবে তিন দিনব্যাপী ‘এশিয়ান ইয়ুথ থিয়েটার ফেস্টিভাল’। স্থানীয় ‘বাডজ থিয়েটার’ আয়োজিত এ উৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের ‘প্রাচ্যনাট’। সিঙ্গাপুরের তিনটি দলসহ ইন্দোনেশিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইন, লাওস, ব্রুনেই ও মালয়েশিয়ার সাতটি দল অংশ নেবে। ১৮ নভেম্বর উৎসবের সমাপনী দিনে ‘পলিথিন হাউস’ নাটকটির উদ্বোধনী শো করবে প্রাচ্যনাট। আজাদ আবুল কালামের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম। নাটকটির বিষয়বস্তু বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংকটময় জীবন। উৎসবে অংশ নিতে গতকাল প্রাচ্যনাটের ৯ সদস্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

যাওয়ার আগে দলের সদস্য সাইফুল ইসলাম জার্নাল জানান, “আগেও একবার সিঙ্গাপুরের এই আয়োজনে অংশ নিয়েছিল প্রাচ্যনাট। দারুণ একটা উৎসব। নাটক মঞ্চায়নের আগে ১৭ নভেম্বর ‘ডেভেলপিং কোরাস উইথ রিদম অ্যান্ড থিম’ কর্মশালা পরিচালনা করবে প্রাচ্যনাট। উৎসবে অংশ নেওয়া দেশের প্রতিনিধি সেখানে থাকবেন।”

মন্তব্য