kalerkantho

শুক্রবার । ২৪ মে ২০১৯। ১০ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৮ রমজান ১৪৪০

এমিলি থেকে এমা

রংবেরং ডেস্ক   

১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেএমিলি থেকে এমা

নব্বইয়ের দশকের শেষ, তখন মাত্র স্কুলে পড়েন এমিলি। বিশ্বজুড়ে তখন মেয়েদের ব্যান্ড ‘স্পাইস গার্লস’-এর তুমুল জনপ্রিয়তা। এই ব্যান্ডের অন্ধ ভক্ত এমিলি। সবচেয়ে ভালো লাগে ব্যান্ডের অন্যতম সদস্য এমা বার্টনকে। এতটাই যে তাঁর নামের সঙ্গে মিল রেখে নিজের নাম এমিলি থেকে বদলে এমা নিলেন! সেদিনের স্কুল পড়ুয়া এই মেয়েটিই আজকের জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন। জিমি ফ্যালকনের ‘দ্য টুই নাইট শো’তে হাজির হয়ে নিজেই এই নামবদলের কথা ফাঁস করেন অস্কারজয়ী অভিনেত্রী। ‘সেই সময় বেবি স্পাইসের [এমা বার্টন] কী যে ভক্ত ছিলাম! দিন-রাত অন্য কোনো ভাবনা ছিল না। একদিন মনে হলো ওর মতো করে নিজের নাম বদলে নিই। করে ফেললাম। আসলে খুব করে চাইছিলাম সবাই আমাকেও এমা নামে ডাকুক। এখন তো মনে হচ্ছে ভালোই হয়েছে, এমা নামটা খারাপ না [হাসি],’ বলেন এমা। নামবদলের পর সবাই অবশ্য বুঝে গিয়েছিল ‘এমিলি’ থেকে ‘এমা’ হওয়ার কারণ। এ নিয়ে মজাও হয়েছে খুব, বলেন ‘লা লা ল্যান্ড’ অভিনেত্রী, ‘নামবদলের পরই স্কুলে গিয়ে শিক্ষককে বললাম, এখন থেকে এমা বলে ডাকবেন।’ তিনি বললেন, ‘তুমি নিশ্চয় এমা বার্টনের জন্য নাম পাল্টিয়েছ? আমি জানি।’

মন্তব্য