kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

আরো খবর

৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে► গতকাল প্রকাশিত নতুন গান ‘রাজি’র ভিডিওতে চা বাগানের ম্যানেজারের ভূমিকায় দেখা যায় হাবিব ওয়াহিদকে।

► ‘২.০’ ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এই চরিত্রের জন্য তাঁকে  চার ঘণ্টা ধরে মেকআপ নিতে হয়েছে।

► প্রকাশিত হলো বিখ্যাত সুরকার এ আর রহমানের আত্মজীবনী  ‘নোটস অব আ ড্রিম’।

► তিন মাস পর মাদক নিরাময় কেন্দ্র থেকে ছাড়া পেলেন পপ  গায়িকা ডেমি লোভেতো।

► ‘আ স্টার ইন বর্ন’ ছবির মূল চরিত্রটি করার কথা ছিল পপ গায়িকা বিয়ন্সের। কিন্তু মা হওয়ায় সেই চরিত্র করতে পারেননি তিনি। তাঁর বদলে সেই চরিত্রটি করেন লেডি গাগা।

মন্তব্য