kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

আইয়ুব বাচ্চুর স্মরণে জি বাংলা

রংবেরং প্রতিবেদক   

৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআইয়ুব বাচ্চুর স্মরণে জি বাংলা

১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান আইয়ুব বাচ্চু। সেই শোক এখনো ভুলতে পারেনি তাঁর ভক্ত-শ্রোতারা। বিভিন্ন অনুষ্ঠানে, টিভি লাইভে এখনো বাচ্চুর স্মরণে গাইছে অনেকে। কলকাতার টিভি চ্যানেল জি বাংলা এই ব্যান্ড তারকাকে নিয়ে বিশেষ একটি পর্বই করে ফেলল। ৪ নভেম্বর রাতে ‘সারেগামাপা’য় দেখানো হয় এই আয়োজন। এতে অংশ নেন অনুপম রায়, ‘সারেগামাপা’র দুই বিচারক শ্রীকান্ত আচার্য ও শান্তনু মৈত্র, বাংলাদেশি প্রতিযোগী নোবেল প্রমুখ। শুরুতে উপস্থাপক যিশু সেনগুপ্ত মঞ্চে এসে আইয়ুব বাচ্চুকে নিয়ে কথা বলেন, যা শুনে আবেগাপ্লুত হয় উপস্থিত সবাই। বাচ্চুর ‘সেই তুমি’ গানের কয়েক লাইন গেয়ে শোনান অনুপম রায়। এ সময় গিটারে ছিলেন শান্তনু আর ড্রামসে যিশু। এরপর ‘রূপালী গিটার’ গানটি এককভাবে পরিবেশন করেন নোবেল। সবশেষে অনুপম রায় ও নোবেলের সঙ্গে অনুষ্ঠানের সব প্রতিযোগী, বিচারক গেয়ে ওঠেন বাচ্চুর ‘সেই তুমি’। অনুষ্ঠানের ভিডিওটি পোস্ট করা হয় জি বাংলার ফেসবুক পেজে। মুহূর্তেই ভিডিওটি ছড়িয়ে যায় সবখানে। প্রিয় শিল্পীকে নিয়ে এমন আয়োজনের জন্য আইয়ুব বাচ্চুর ভক্ত-শ্রোতারা জি বাংলাকে ধন্যবাদ দিতে ভোলেনি।

মন্তব্য