kalerkantho

বুধবার । ২২ মে ২০১৯। ৮ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৬ রমজান ১৪৪০

এমির ভূত!

রংবেরং ডেস্ক   

৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএমির ভূত!

মাত্র ২৭ বছর বয়সে মৃত্যু। মেয়ের এই অকালপ্রয়াণ মেনে নিতে পারেননি বাবা মিচেল ওয়াইনহাউজ। আশায় ছিলেন, একদিন ফিরবে। সেটাই সত্যি হলো, তবে অন্যভাবে। নিজের মেয়ে এমি ওয়াইনহাউজের ভূত দেখার দাবি করেছেন বাবা মিচেল! তাঁর দাবি, ইদানীং পাখির রূপে তাঁর কাছে হাজির হচ্ছেন এমি, ‘ও মারা যাওয়ার পর থেকেই ভাবতাম কখনো না কখনো ফের দেখতে পাব। কয়েক বছর ধরে সেটা আরো বেশি মনে হচ্ছিল। অবশেষে তাকে দেখলাম পাখির রূপে। আমার বিছানায়, পায়ের কাছে শান্ত হয়ে বসে থাকে সে। প্রথম দেখায় একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। কেমন আছ—এর বেশি বলতে পারিনি।’ মিচেল আরো দাবি করেন, জীবদ্দশায় এমির বাহুতে যে পাখির ট্যাটু ছিল, অবিকল সেটির মতোই দেখতে এই পাখিটি!

খ্যাতির শীর্ষে থাকা অবস্থায় ২০১১ সালে মাদকের বিষক্রিয়ায় মারা যান ব্রিটিশ গায়িকা এমি ওয়াইনহাউজ। মাত্র এক দশকের ক্যারিয়ারে ছয়-ছয়টি গ্র্যামি জিতেছিলেন তিনি।

মন্তব্য