kalerkantho

শনিবার । ২৫ মে ২০১৯। ১১ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৯ রমজান ১৪৪০

টিভি হাইলাইটস

১৪ জুন, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটিভি হাইলাইটস

আজগর আলীম

মিউজিক ক্লাব-এ আজগর আলীম

বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে রয়েছে সরাসরি অনুষ্ঠান ‘মিউজিক ক্লাব’। আজকের অতিথি আজগর আলীম। অনুষ্ঠানে নিজের পছন্দের এবং শ্রোতাদের অনুরোধের প্রায় ১৫টি গান গেয়ে শোনাবেন তিনি। এর মধ্যে থাকবে তাঁর বাবা প্রয়াত আবদুল আলীম, দূরবীন শাহ, শাহ আবদুল করিম, বিজয় সরকার প্রমুখের গান। পরিবেশনার ফাঁকে ফাঁকে কথা বলবেন সংগীতজীবনের নানা ঘটনা নিয়ে। উপস্থাপনায় নিরব খান।

 

রাজন হত্যা নিয়ে নাটক

সিলেটের কুমারগাঁওয়ে ২০১৫ সালের ৮ জুলাই চুরির অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। সেই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে বৈশাখী টেলিভিশনের নাটক ‘লেডি গোয়েন্দা’র এবারের পর্ব। টিপু আলমের মূল ভাবনায় নাটকটি রচনা করছেন জি এম স্পর্শ, পরিচালক ডি এ তায়েব। অভিনয়ে আজিজুল হাকিম, হুমায়রা হিমু, মিমো, আবিদ রেহান প্রমুখ। দেখবেন রাত ৮টা ৪৫ মিনিটে।

 

রমাদান নর্থ অ্যান্ড সাউথ

স্থানভেদে রমজানের সময়ও আলাদা হয়। যেমন আইসল্যান্ডে রোজার সময় দীর্ঘ ২১ ঘণ্টা আবার নিউজিল্যান্ডে সেটা মাত্র ৯ ঘণ্টা। দেশে দেশে সংখ্যালঘু মুসলিমদের রোজার নানা চ্যালেঞ্জ নিয়ে প্রামাণ্যচিত্রটি দেখা যাবে দুপুর ২টায়।

 

গুলাম

প্রাচীন বহরমপুরে নারীদের কোনো মর্যাদা ছিল না। তাদের সঙ্গে কারাবন্দিদের মতো আচরণ করা হতো। কিন্তু একজন গ্রামবাসী এই মনোভাবকে চ্যালেঞ্জ জানায়। ধারাবাহিকটি প্রচারিত হবে রাত ৯টা ৩০ মিনিটে। 

মন্তব্য