kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

Probasher kanna

হে প্রবাস, তুই বড় নিষ্ঠুর!

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৯ ১৬:৫৭ | পড়া যাবে ১ মিনিটেহে প্রবাস, তুই বড় নিষ্ঠুর!

মৃত আরজু হাসানের ছবি দিয়েছেন পোস্টদাতা

হে প্রবাস, তুই বড় নিষ্ঠুর!- গতকাল একটি ফেসবুক পোস্টে এভাবেই বুকের গভীরে জমে থাকা পেঁজা তুলোর মতো কষ্টগুলো আকাশে উড়িয়ে দেয়ার চেষ্টা করলেন এক প্রবাসী। 

দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে সেখানেই মৃত্যুবরণ করেছেন একজন। তার কথা বলতে গিয়ে ওই প্রবাসী তার পোস্টে লিখেছেন, প্রায় ২৭ বছর প্রবাসে কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আজ ১১-০১-২০১৯, শুক্রবার রাতে। ভাগ্যের কী নির্মম পরিহাস! আজ সকাল ৬টা সময় উনার ফ্লাইট ছিলো। ফ্লাইট হবে ঠিকই, তবে লাশ হয়ে দেশে যেতে হবে।
 
দেশের ফেরার আগের রাতেই না ফেরার চলে গেলেন ভদ্রলোক। দীর্ঘ ক্লান্তির প্রবাস জীবনে দেশের ফেরার তাড়াটা স্বপ্নময় হয়ে ওঠে প্রবাসীদের কাছে। পরিবার-পরিজনের কাছে ফেরা, সন্তানের কপালে পরম আদরে চুমু কিংবা প্রিয়জনকে আলিঙ্গনের সেই সুখস্মৃতি অধরাই থেকে গেলো তার। সকালে যার ফ্লাইট, তিনি মারা গেলেন আগের দিন রাতে! 

ফেসবুকে পোস্টদাতা লিখেছেন, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি ইউনিয়নে। তার নাম আরজু হাসান। ওনার দুই ছেলে এক মেয়ে রেখে চলে গেলেন না ফেরার দেশে। সবাই এই প্রবাসী ভাইটির জন্য দোয়া করবেন...আমিন।
(প্রবাসীর ফেসবুক থেকে)

মন্তব্যসাতদিনের সেরা