kalerkantho

বুধবার। ১৯ জুন ২০১৯। ৫ আষাঢ় ১৪২৬। ১৫ শাওয়াল ১৪৪০

হাবিপ্রবিতে কম্পিউটার চুরি

দুই শিক্ষার্থীর রিমান্ড চায় পুলিশ

দিনাজপুর প্রতিনিধি   

২৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকম্পিউটারের যন্ত্রাংশ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের পুলিশে সোপর্দ করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তাঁদের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

আটক দুজন হলেন ২০১৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী এস এম শরিফুল ইসলাম রাতুল ও কৃষি অনুষদের রায়হান আলী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালিদ হোসেন জানান, চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। সন্দেহভাজন আরো যারা আছে, তাদের ব্যাপারে যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা