kalerkantho

রবিবার। ১৬ জুন ২০১৯। ২ আষাঢ় ১৪২৬। ১২ শাওয়াল ১৪৪০

ছাতক ভাঙ্গুড়ায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছাতক (সুনামগঞ্জ) ও ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

২৭ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুনামগঞ্জের ছাতকে মসজিদের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এ সময় গোলাগুলিও হয় বলে জানা গেছে।

গতকাল রবিবার সকালে কুর্শি গ্রামে এ ঘটনা ঘটে। সেখানে জাহিদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ মোতায়েন আছে।

গুরুতর আহত আব্দুল মতলিব, আব্দুল হক, নোমান আহমদ, এম এ নূর, ফরহাদসহ অন্তত ১০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা ছাতক, কৈতকসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছে। গতকাল দুপুরে হাটগ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে কোবাদ, খলিল, হোসেন, তাঁর স্ত্রী রোজিনা এবং হাসান ও তাঁর স্ত্রী কুলসুম আহত হন। তাঁদের মধ্যে কোবাদ ও খলিলের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা